কারক নির্ণয় করুন --'লোভে' পাপ 'পাপে' মৃত্যু।

সঠিক উত্তর: অপাদান কারক
" লোভে পাপ, পাপে মৃত্যু " - প্রদত্ত বাক্যে "লোভে" শব্দটি অপাদান কারক। কারণ, যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। এখানে লোভে মানে লোভ থেকে, তাই প্রদত্ত বাক্যটি অপাদান কারকে ৭মী।