প্রতিটি জাইলেম ও ফ্লোয়েম টিস্যু গুচ্ছের মধ্যবতী স্থানসমূহে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত অংশকে বলে-

সঠিক উত্তর: মজ্জা
মজ্জা বা মেডুলা ➞ পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কান্ডের কেন্দ্রস্থলের অংশকে মজ্জা বলে । মজ্জা সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয় । কখনো কখনো স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়ে থাকে । মজ্জায় সাধারণত পাশাপাশি কোষের মধ্যে ফাঁক থাকে । অনেক সময় কিছু মজ্জাকোষ নষ্ট হয়ে মূল বা কান্ডের কেন্দ্রস্থলে একটি শূণ্যস্থানের সৃষ্টি হয় ।