কোন ধরনের কোষে কখনও মিয়োসিস ঘটে না?

সঠিক উত্তর: হ্যাপ্লয়েড
কোষ বিভাজন তিন প্রকার :• অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন ➞  আদি কোষে ঘটে (যেমন - ঈস্ট, অ্যামিবা, প্রোটোজোয়া প্রভৃতি)• মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন ➞ দৈহিক/দেহ কোষে ঘটে (যেমন - উন্নত উদ্ভিদ ও প্রাণীকোষে)• মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন ➞ জনন মাতৃকোষে ঘটে থাকে (যেমন - মস, ফার্ন, Spirogyra প্রভৃতি)মায়োসিস হ্রাসমূলক কোষ বিভাজন হওয়ায় ডিপ্লয়েড কোষ (2n) থেকে হ্যাপ্লয়েড কোষ (n) সৃষ্টি করে, পরবর্তীতে হ্যাপ্লয়েড কোষকে আর বিভাজিত করতে পারে না ।