বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

সঠিক উত্তর: ওয়াশিংটন
বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংট অবস্থিত। বিশ্বব্যাংকবিশ্বব্যাংক (World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর প্রধান সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি. - তে অবস্থিত।সংগঠনটির আর্টিকেলস্ অব এগ্রিমেন্ট (১৬ ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে এ সংশোধনীটি কার্যকরী হয়) অনুযায়ী বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যেকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা, এ দু'টি উদ্দেশ্য হবে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। দুইটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত: পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) আর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA)। বিশ্বব্যাংক বিশ্বব্যাংক গ্রুপের মোট চারটি সদস্যের মধ্যে একটি। অন্য তিনটি প্রতিষ্ঠান হল আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন (International Finance Corporation, IFC), মিগা (Multilateral Investment Guarantee Agency, MIGA) ও আইসিএসআইডি (International Centre for Settlement of Investment Disputes, ICSID)। বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের লোগো প্রতিষ্ঠিত জুলাই ১৯৪৪ ধরন আন্তর্জাতিক সংগঠন আইনি অবস্থা চুক্তিভিত্তিক সংগঠন উদ্দেশ্য আর্থিক লেনদেন অবস্থান ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র সদস্যপদ ১৮৯টি রাষ্ট্র (IBRD) ১৭৩টি রাষ্ট্র (IDA) প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস (২০১৯ সাল থেকে) প্রধান অর্থনীতিবিদ পিনেলপি কৌজিনৌ গোল্ডবার্গ (২০১৮ থেকে) প্রধান অঙ্গ বোর্ড অব ডিরেক্টরস প্রধান প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট worldbank.org সুত্রঃ উইকিপিডিয়া