কোনটি রামরাম বসুর লেখা?

সঠিক উত্তর: লিপিমালা
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত কেরি সাহেবের মুন্সী নামে পরিচিত রামরাম বসুর লেখা গ্রন্থ হল 'লিপিমালা' (১৮০২)। 'হিতোপদেশ' 'বত্রিশ সিংহাসন' গ্রন্থ লেখেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 'তেতো ইতিহাস' গ্রন্থটির লেখক হলেন চণ্ডীচরণ মুনশী।