প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো?

সঠিক উত্তর: কুমিল্লা ও নোয়াখালী
বর্তমান কুমিল্লার প্রাচীন নাম সমতট। সমতটের রাজধানী ছিল কামতা। প্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। চীনা পর্যটক হিউয়েন সাঙ এর বিবরণ অনুসারে, কামরুপে জনপদ ছিল সমতট। রাজ্যের কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার বড় কামত।