২৫ এপ্রিল ২০১৫-এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে কত ছিল?

সঠিক উত্তর: ৭.৮
২৫ এপ্রিল ২০০৫ এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে হিমালয় - কন্যা নেপালে। ৮১ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার (৭.৮) এ ভূমিকম্পে ধ্বংস উপত্যকায় পরিণত হয় নেপাল। বহু প্রাণহানি ছাড়াও ধ্বংস উপত্যকায় পরিণত হয় নেপাল। বহু প্রাণহানি ছাড়াও ধ্বংস হয়ে যায় দ্বাদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত ঐতিহাসিক স্থাপনা। এর মধ্যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া কাঠমাণ্ডুর দরবার স্কয়ার এবং ১৮৩২ সালে নির্মিত ধারাহারা বা ভীমসেন টাওয়ার অন্যতম। উল্লেখ্য, নেপালে সংঘটিত তীব্র মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে ৭৪৫ কিমি দূরে হলেও বাংলাদেশে অনুভূত তীব্রতা ৪ - ৫ এর মধ্যে ছিল।