ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করেন?

সঠিক উত্তর: ক্ষুদিরাম
ইংরেজি ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করে ক্ষুদিরাম ও প্রফুল্লচাকি বিহারের মোজাফফরপুরে। কিন্তু কিংস ফোর্ড গাড়িতে ছিলেন না, ছিলেন অন্য এক ইংরেজের স্ত্রী ও কন্যা। এ বোমায় উভয়ই নিহত হন। ক্ষুদিরাম ধরা পড়েন এবং তার ফাসি হয়।