পর্যায় সারণির কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয় ?

সঠিক উত্তর: ২য় ও ৩য় পর্যায়ের মৌলসমূহ
পর্যায় সারণিতে ২য় পর্যায়ে (Li-9 থেকে Ne-10) ও ৩য় পর্যায়ে (Na-11 থেকে Ar-18) 8টি‌ করে মৌল রয়েছে। এদের ছোট পর্যায় বলা হয়। এ পর্যায় 2টি অবস্থিত মৌল সমূহকে আদর্শ মৌল বলা হয়।