একটি 6Mev প্রােটন খাড়া নিচের দিকে এমন একটি স্থানে গতিশীল যেখানে একটি চৌম্বকক্ষেত্র B আনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান। B-এর মান 1.5T । প্রােটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করাে। প্রােটনের ভর এবং আধান যথাক্রমে 1.7 x 10-27kg এবং 1.6 x 10-19C।

সঠিক উত্তর: 8.06 x 10-12N