সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?

সঠিক উত্তর: লাল, আকাশী ও সবুজ
সাদা বা শ্বেত একটি রঙ বা বর্ণ। তিনটি মৌলিক রঙ লাল, আসমানী ও সবুজ রঙের আলো প্রায় সমান পরিমাণে চোখে আপতিত হলে এবং তা পারিপার্শ্বিকের চেয়ে উজ্জ্বলতর হলে চোখে যে রঙ দর্শনের অনুভূতি জন্মায়, তাই হলো সাদা।