লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?

সঠিক উত্তর: চীন
লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ চীন। বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ হল চীন । লৌহ আকরিক উত্তলনে চীন তৃতীয় স্থানে রয়েছে । কয়েক বছর আগে পর্যন্ত চীন বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ ছিল , কিন্তু বিগত কয়েক বছর ধরে চীন লােহা আকরিক উত্তলনের হার কমিয়েছেন । ২০১৭ সালে চীন মােট ৩৪০ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে । চীনের প্রধান আকরিক লােহা উত্তলক স্থান গুলি হল - উত্তর পূর্ব অঞ্চলের মাঞ্চুরিয়া প্রদেশের আনসান হল চিনের বৃহত্তম লােহা খনি । এছাড়াও জুনহুয়া , কিয়ানান , উয়ান , হুনান ( চীনের হুনান হল বিশ্বের সর্বোৎকৃষ্ট লােহা সঞ্চয় অঞ্চল ) ।