চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?

সঠিক উত্তর: বীরবল
চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন বীরবল। বীরবল তথা রাজা বীরবল মোঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম সভাসদ ছিলেন। তার চাতুর্য এর কারণেই তিনি মূলত সকলের কাছে পরিচিত। তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং ১৫৫৬ - ১৫৬২ সালের দিকে একজন কবি ও গায়ক হিসেবে রাজদরবারে নিয়োগ লাভ করেন।