সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ কে হন?

সঠিক উত্তর: জেমস ফকনার
তাসমানিয়া দলের পক্ষে তার বাবা পিটার ফকনার প্রথম - শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির উন্নয়ন দলে খেলেন ও ২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব - ১৯ ক্রিকেট বিশ্বকাপে অন্তর্ভুক্ত হন। ২০১০ - ১১ মৌসুমে শেফিল্ড শিল্ডে ৩০ রান গড়ে ৩০০ রান ও ১৭.২২ রান গড়ে ৩৬ উইকেট লাভ করেন ফকনার। ২০১২ মৌসুমে তিনি তাসমানিয়া অনূর্ধ্ব - ১৭ দলের অধিনায়কত্ব পালন করেন। ২০১২ - ১৩ মৌসুমের শেফিল্ড শিল্ডের চূড়ান্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ও দলকে তৃতীয়বারের মতো শিরোপা বিজয়ে সহায়তা করেন।