'পাতায় পাতায় পড়ে নিশির শিশির' । 'পাতায় পাতায়' কোন কারকে কোন বিভক্তি ?

সঠিক উত্তর: অধিকরণে ৭মী
"পাতায় পাতায় পড়ে শিশির" - বাক্যটিতে পাতায় হচ্ছে অধিকরণে ৭মী কারক। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। এখানে, পাতা অধিকরণ কারক আর "য়" - ৭মী বিভক্তি, তাই সঠিক উত্তর: অধিকরণে ৭মী।