নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত?

সঠিক উত্তর: চট্টগ্রামের জলদিয়ায়
বাণিজ্য জাহাজের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পাকিস্তান আমলে মেরিন একাডেমী চট্টগ্রামের জলদিয়ায় ১৯৬২ সালে স্থাপিত হয়। চট্টগ্রাম বন্দর থেকে ২০ কিমি দূরে কর্ণফুলী নদীর পূর্ব তীরে জলদিয়ায় (Juldia) এটি অবস্থিত। উল্লেখ্য, এটি ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি’র (মালমো, সুইডেন) একটি শাখা ও স্বীকৃত প্রতিষ্ঠান। এ একাডেমী থেকে প্রদত্ত সনদ হংকং এর মেরিন ডিপার্টমেন্ট দ্বারাও স্বীকৃত।