রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন ?

সঠিক উত্তর: ভানুসিংহ
রবীন্দ্রনাথ ঠাকুর 'ভানুসিংহ' ছদ্মনামে লিখতেন। এছাড়া বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হলো - বনফুল। চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম হলো - জরাসন্ধ। ধুমকেতু কোন ছদ্মনাম নয় কোন এটি হলো কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা (১৯৯২)।