বাংলা বানানের রীতি অনুসারে নিচের কোনটি শুদ্ধ?

সঠিক উত্তর: গভর্নর
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানানের ক্ষেত্রেই কেবল ণত্ব - বিধান প্রযোজ্য। বিদেশী শব্দের বেলায় এই বিধান প্রযোজ্য নয়। বিদেশাগত শব্দে কোথাও ন - ধ্বনি থাকলে তার বানানে অবিকল্পভাবে কেবল দন্ত্য - ন ব্যবহৃত হয়। সুতরাং শুদ্ধ বানান হচ্ছে গভর্নর (governor)।