প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি?

সঠিক উত্তর: চর্যাপদ
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন 'চর্যাপদ' ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিস্কৃত হয়। চর্যাপদের পুঁথিগুলো ১৯১৬ সালে ' বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে বই আকারে প্রকাশিত হয়। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুই পা এবং সবচেয়ে বেশি পদ রচনা করনে কাহ্ন পা (১৩টি) । অন্যদিকে মধ্যযুগের কাব্যগ্রন্থ লাইলী মজনু , শ্রীকৃষ্ণকীর্তন ও পদ্মাবতীর রচয়িতা হলেন যথাক্রমে - দৌলত উজির বাহরাম খান , বড়ু চণ্ডীদাস ও আলাওল।