'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে'। এই চরণটি কার লেখা?

সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা হলো - প্রাণ। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চায় - ৷ এটি রবীন্দ্রনাথের প্রাণ কবিতার চরণ থেকে নেওয়া হয়েছে।