বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত W A S Ouderland কোন দেশে জন্মগ্রহন করেছিলেন ?

সঠিক উত্তর: হল্যান্ড
হল্যান্ড বা নেদারল্যান্ডসের জন্মগ্রহণকারী অষ্ট্রেলিয়ার নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড মুক্তিযুদ্ধকালে ২ নং সেক্টরে গণবাহিনীর সদস্য ছিলেন। মি. ওডারল্যান্ড ১৯১৭ সালের ৬ ডিসেম্বর আমষ্টারডাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে বাটা সু কোম্পানির ম্যানেজার হিসেবে বাংলাদেশে আসেন।