জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন?

সঠিক উত্তর: নরওয়ে
জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের নাগরিক ছিলেন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের অধিবাসী ট্রিগভেলি। পরবর্তীতে আরও আটজন মহাসচিব নির্বাচিত হন। তারা হলেন দাগ হ্যামারশোল্ড (সুইডেন), উথান্ট (মায়ানমার), কোর্ট ওয়ার্ল্ড হেইম (অস্ট্রিয়া), দ্য কুয়েলার (পেরু), বুট্রোস ঘালি (মিশর), কফি আনান (ঘানা), বান কি মুন (দক্ষিণ কোরিয়া), অ্যান্টোনিও গুতেরেস (পর্তুগাল)।