বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

সঠিক উত্তর: কর্কট রেখা
বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কর্কট ক্রান্তীয় রেখা। পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর এবং দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে দ্রাঘিমা রেখা বলে। নিরক্ষরেখা বা বিষুবরেখার উত্তর অক্ষাংশ কর্কটক্রান্তি এবং দক্ষিণ অংশকে মকর ক্রান্তি রেখা বলে। পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে দ্রাঘিমা রেখা বলে।