নিম্নের কোন বিক্রিয়াটি জারণ-বিজারণ বিক্রিয়ার উদাহারণ?

সঠিক উত্তর: SO2 + O2 →SO3
 2SO2 + O2 ➡️ 2SO3একটি জারণ বিজারণ বিক্রিয়া। SO2 বিজারক পদার্থ। কারণ এটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জারিত হয়ে SO3 উৎপন্ন করে ও অক্সিজেনকে বিজারিত করে। S এর জারণ সংখ্যা +4 থেকে বৃদ্ধি পেয়ে +6 হয়েছে অর্থাৎ জারণ ঘটেছে এবং অক্সিজেনের জারণ সংখ্যা 0 থেকেই পেয়ে -2 হয়েছে অর্থাৎ বিজারণ ঘটেছে।