শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের কয়টি খন্ড ?

সঠিক উত্তর:
‘শ্রীকান্ত’ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্নচরিতমূলক উপন্যাস। এর ৪টি খন্ড যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ ও ১৯৩৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটির প্রথম খন্ড প্রকাশের সময় শরৎচন্দ্র নিজের নাম শ্রীকান্ত শর্মা ব্যবহার করেন। উল্লেখযোগ্য চরিত্রঃ রাজলক্ষী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অভয়া, কমললতা, সুনন্দা। ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র।