বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে--

সঠিক উত্তর: ১৮ এপ্রিল , ১৯৭২
ব্যাখ্যা : বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসাবে কমরওয়েলথের সদস্যপদ লাভ করে । বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য । উল্লেখ্য, ১৯৭২ সালে বাংলাদেশ আরো যেসব সংস্থার সদস্য পদ লাভ করে সেগুলো হলো - ILO, IMF, FAO, UNCTAD, WHO, UNESCO, IDA, IBRD ইত্যাদি । ১৯৭৩ সালে বাংলাদেশ সদস্য হয় UPA, ITU, WMO, IUTO ইত্যাদি সংস্থার এবং ১৯৭৪ সালের ১৭ সেক্টেম্বর বাংলাদেশ সদস্য হয় জাতিসংঘের ।