জাতিসংঘ ৪র্থ বিশ্ব নারী সম্মেলন কখন এবং কোথায় স্বাক্ষরিত হয়?

সঠিক উত্তর: বেইজিং ,১৯৯৫
১৯৯৫ সালে বেইজিং - এ যুগান্তকারী চতুর্থ নারী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের আন্তর্জাতিক নারী সম্মেলনগুলির মধ্যে সেটাই ছিল সর্বশেষ। পূর্ববর্তী সবগুলি সম্মেলনের চাইতে সেইবারের সম্মেলন অনেক বেশি বাস্তবমুখী ছিল। ‘৯৫ সালের বেইজিং সম্মেলনে শুধুমাত্র নারীদের সমস্যাই না, বরং জেন্ডার বলতে কি বোঝায় এমন মৌলিক বিষয়গুলিও আলোচনায় আসে।সেবারের সম্মেলনে ১৮৯টি দেশ থেকে প্রতিনিধি পাঠানো হয়। এছাড়াও জাতিসংঘের অধীনে পরিচালিত অন্যান্য সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন অথবা আরব লীগের মতো একাধিক দেশের আঞ্চলিক প্রভাবশালী সংগঠনগুলিও অংশ নেয়।সেবারের মূল সম্মেলনে অংশ নেয় ১৭ হাজার প্রতিনিধি। এছাড়াও সম্মেলনের পাশাপাশি হওয়া আলোচনা সভাগুলিতে অংশ নেয় প্রায় ৩০ হাজার একটিভিস্ট।