কোন শব্দটি তৎপুরুষ শব্দ?

সঠিক উত্তর: মধুমাখা
'মধুমাখা' শব্দটি তৎপুরুষ শব্দ। পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান ভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন : মধু দিয়ে মাখা = মধু মাখা, শ্রম দ্বারা লব্ধ = শ্রম লব্ধ।