Call
মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের অপূরণীয় ক্ষতি বয়ে আনে কথাটি পুরোপুরি সঠিক। কারণ মাদকাসক্ত পরিবারের সদস্যদের সাথে সব সময় উগ্র আচরণ করে। নেশার টাকা যোগাড় করতে পরিবারে নানাভাবে চাপ সৃষ্টি করে। কখনো কখনো মাদকদ্রব্য সেবনকারী টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর আক্রমণও চালায়। ফলে পারিবারিক শান্তি বিনষ্ট হয়। তাছাড়া মাদকাসক্ত ব্যক্তির দেখাদেখি কৌতূহলবশত অন্য সদস্যরাও মাদকদ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়ে পড়ে। এভাবে একজন মাদকাসক্ত ব্যক্তি তার পুরো পরিবারটিকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। মাদকাসক্ত ব্যক্তি শুধু তার পরিবার নয়, যে সমাজে বসবাস করে সে সমাজেরও সে অশেষ ক্ষতি করে। মাদকদ্রব্য ক্রয়ের টাকা সংগ্রহ করার জন্য অনেক সময় মাদকদ্রব্য সেবনকারী রাস্তাঘাটে টাকা-পয়সা ছিনতাই করে এবং মালপত্র লুট করে। ফলে সমাজে অশান্তি দেখা দেয়। মাদকাসক্ত ব্যক্তি একা একা মাদকদ্রব্য সেবন করে যে পরিমাণ আনন্দ পায়, দলবদ্ধভাবে মাদকদ্রব্য সেবনে উৎসাহিত করে। তার উৎসাহে অনেকে একবার মাদকদ্রব্যের স্বাদ গ্রহণ করতে গিয়ে সমাজের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে। এভাবেই একজন মাদকাসক্ত ব্যক্তি তার পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
Talk Doctor Online in Bissoy App