Share with your friends
Call
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মাদকদ্রব্যের ব্যবহার দিন দিন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ায় সমাজের সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন। দেশের শিশু-কিশোর-কিশোরী, ছাত্রসমাজ, যুবসমাজ কেউই মাদকের সর্বনাশা ছোবল থেকে রেহাই পাচ্ছে না। উদ্বেগজনকহারে মানুষের মাদকাসক্ত হয়ে পড়ার কারণগুলো নিচে আলোচনা করা হলো ১. সমবয়সী মাদকাসক্ত ব্যক্তির প্রভাব মাদকাসক্ত ব্যক্তিরা সব সময় মাদক সেবনের প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে এবং মাদক সেবনের আনন্দ উপভোগ করতে সঙ্গী খোঁজে। তাই তারা এলাকার সমবয়সীদের তাদের সঙ্গী হতে উৎসাহিত করে। তাদের উৎসাহে সাড়া দিয়ে এলাকার সমবয়সী শিশু-কিশোররা সহজেই মাদকাসক্ত হয়ে পড়ে। ২. মাদকদ্রব্যের প্রতি কৌতূহল শিশু-কিশোরদের যে কোনো অজানা, নতুন বিষয়ের প্রতিই কৌতূহল বেশি থাকে। তাই তারা মাদকসেবনকারীদের নিকট থেকে মাদকদ্রব্য সেবনের মাধ্যমে আনন্দ লাভের বিভিন্ন গল্প শুনে শুনে মাদকদ্রব্যের প্রতি কৌতূহল বোধ করে এবং কৌতূহল মেটানোর জন্য মাদকদ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়ে পড়ে। ৩. পারিবারিক অশান্তি যেসব পরিবারে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে, সেসব পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং দুঃখ-কষ্ট, রাগ, অভিমান ভুলে থাকার জন্য মাদকদ্রব্য সেবন করে। ৪. মাদকদ্রব্যের সহজপ্রাপ্যতা দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা খুব সহজেই অন্য দেশ থেকে মাদকদ্রব্য নিয়ে আসতে পারে। তাছাড়া আমাদের দেশে ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য তৈরি হচ্ছে। মাদকদ্রব্যের এই সহজপ্রাপ্যতা মাদকদ্রব্যের ব্যবহার বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ৫. মা-বাবার বিবাহবিচ্ছেদ সন্তানদের মাদকাসক্ত হওয়ার কারণ মা-বাবার বিবাহবিচ্ছেদ সন্তানদের মাদক গ্রহণে উদ্বুদ্ধ করে। কেননা মা-বাবার বিবাহবিচ্ছেদের জন্য তাদেরকে সামাজিকভাবে হেয় হতে হয়। মা-বাবার যথাযথ যতেœর অভাবে তারা বিপথগামী হয়ে জীবনে চরম দুঃখকষ্ট ডেকে আনে। তখন এসব দুঃখকষ্ট ভুলে থাকার জন্য তারা মাদকদ্রব্য সেবন করে চরম সর্বনাশের পথে পা বাড়ায়।
Talk Doctor Online in Bissoy App