Share with your friends
Call
যখন কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমাদের বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার করতে হয়। একেই সার্চ ইঞ্জিন বলা হয়। বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন- Google, Yahoo, Bing ইত্যাদি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য বা ওয়েবসাইটের ঠিকানা খুব সহজেই বের করা যায়। শিক্ষা ক্ষেত্রে এটি ব্যবহার করে। সহজেই উপকৃত হওয়া যায়। একজন শিক্ষার্থী তার গণিত বা পদার্থবিজ্ঞানের সূত্র সংক্রান্ত যেকোনো তথ্য সার্চ ইঞ্জিনে সার্চ করলে সহজেই তার সমাধান পেয়ে যায়। নিউটনের গতির সূত্র সংক্রান্ত তথ্য প্রায় ২০ লক্ষাধিক ওয়েবসাইটে রয়েছে। যেখান থেকে একজন শিক্ষার্থী সহজ ব্যাখ্যাটি বেছে নিতে পারে। তাছাড়াও পৃথিবীর যেকোনো বিশ্ববিদ্যালয়ের নাম সার্চ ইঞ্জিনে সার্চ করে সেই বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কে প্রবেশ করে শিক্ষার মান ও গবেষণা সম্পর্কে জানা যায়। এভাবেই সার্চ ইঞ্জিনের সাহায্যে পাওয়া শিক্ষা সংক্রান্ত তথ্য আমাদের শিক্ষায় ব্যাপক ভূমিকা পালন করছে।
Talk Doctor Online in Bissoy App