Share with your friends
Call
ডকুমেন্ট ফরম্যাট-এর কাজগুলো হলো ১. অক্ষর বা লেখার আকার ছোট বা বড় করা। ২. অক্ষর বা লেখার আকার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা। ৩. প্যারাগ্রাফ এলাইনমেন্ট। ৪. লাইনের ব্যবধান নির্ধারণ। ৫. টেবিল করা। ৬. বুলেট ও নাম্বার দেওয়া। ৭. লেখার রং পরিবর্তন করা। ৮. স্থির চিত্র এবং ভিডিও সংযোজন করা। ৯. গ্রাফ করা। ১০. লে-আউট কালার ও জলছাপ দেওয়া।
Talk Doctor Online in Bissoy App