Share with your friends
Call
ডকুমেন্টে অনেক সময় কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশ কপি বা অনুলিপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার প্রয়োজন পরে। এ জন্য প্রথমে ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে নির্বাচন করে কী বোর্ডের Ctrl এবং C কী একসাথে চাপতে হয়। এভাবে ডকুমেন্ট সম্পাদনায় কপি করা যায়। আর পেস্ট বলতে ডকুমেন্টের কোনো অংশকে কাট বা কপি করে ডকুমেন্টের অন্য কোথাও স্থানান্তরিত করাকে বুঝায়। এ জন্য ডকুমেন্টের কোনো শব্দ, অক্ষর, বাক্য বা কোনো অংশকে কাট বা কপি করে ডকুমেন্টের অন্য কোথাও নির্ধারিত স্থানে কারসর এনে কী বোর্ডে Ctrl এবং V কী একসাথে চেপে পেস্ট সম্পন্ন করা যায়। এভাবেই ডকুমেন্ট সম্পাদনায় কপি ও পেস্ট করা যায়।
Talk Doctor Online in Bissoy App