Share with your friends
Call
ক্লাসিক্যাল অর্থনীতিবিদ জে.বি. সে (J.B.Say) বলেন, “যোগান নিজেই এর চাহিদা সৃষ্টি করে।" অর্থাৎ কোন সমাজে যে পরিমাণ শ্রমের সরবরাহ ঘটে, ঐ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে তার চাহিদা সৃষ্টি করে। এভাবেই শ্রমের সরবরাহের সাথে চাহিদা সমান হয় এবং বেকারত্ব স্বয়ংক্রিয়ভাবে দূরীভূত হয়ে পূর্ণ কর্মসংস্থান অর্জিত হয়। অর্থনীতিতে কর্মসংস্থানের এ সূত্রটি সে'র বাজার নিয়ম (Say's Law of Markets) নামে পরিচিত।
Talk Doctor Online in Bissoy App