Share with your friends
Call
খলিফা ওবায়দুল্লাহ আল-মাহদী ৯০৯ খ্রিস্টাব্দে আগলারীয় বংশের ধ্বংসস্তূপের ওপর ফাতেমি শাসন প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন সুদক্ষ শাসক। আবু মুসলিমকে হত্যা করে আব্বাসি খলিফা আল-মনসুর যেমন আব্বাসি বংশের নিরাপত্তা বিধান করেন, ঠিক তেমনি মাহদী ও আবু আবদুল্লাহকে হত্যা করে নিজবংশকে কণ্টকমুক্ত করেন। এছাড়াও তিনি প্রথমে আগলাবীয় রাজধানী রাজাদায় অবস্থান করে নব প্রতিষ্ঠিত ফাতেমি খিলাফতের শান্তি প্রতিষ্ঠা এবং সংহতি বজায় রাখতে সচেষ্ট হন। তবে ৯১৬-৯২০ খ্রিস্টাব্দে তিনি কায়রোয়ানের ১৬ মাইল দক্ষিণ পূর্বে মাহদিয়া নগর প
Talk Doctor Online in Bissoy App