Share with your friends
Call
ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রা. ও নবিকন্যা হযরত ফাতেমা রা.-এর বংশধরগণ ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন।’ মূলত শিয়াদের ইসমাঈলীয়গণই উত্তর আফ্রিকায় ওবায়দুল্লাহ আল মাহনীর নেতৃত্বে ৯০৯ সালে ফাতেমি বংশ প্রতিষ্ঠা করেন। আর হযরত ফাতেমা রা.-এর নামানুসারে বংশের নামকরণ করা হয়েছে বলে একে ফাতেমি খিলাফত বলা হয়।
Talk Doctor Online in Bissoy App