Share with your friends
Call
ফাতেমি খলিফা আল-মুইজের শাসনামলে মিসরে প্রতিষ্ঠিত রাজধানী ‘আল-কাহিরা’ নামে পরিচিত। আল-কাহিরা অর্থ ‘বিজয়ী শহর’। চতুর্থ ফাতেমি খলিফা আল-মুইজের সেনাপতি জওহর ৯৬৯ খ্রিস্টাব্দে মিসর জয় করেন এবং খলিফার নির্দেশে কায়রোকে রাজধানীর উপযোগী করে নির্মাণ করেন। সরকারিভাবে কায়রোর নামকরণ করা হয় ‘আল-কাহিরা’ বা বিজয়ী শহর। ৯৭৩ খ্রিস্টাব্দে ‘আল-কাহিরা’ বা কায়রো রাজধানীর মর্যাদা লাভ করে।
Talk Doctor Online in Bissoy App