Share with your friends
Call
‘বারো ভূঁইয়া’ বলতে বাংলার ইতিহাসে কতিপয় স্বাধীনচেতা জমিদারদেরকে বোঝায়। বাংলার ইতিহাসে বার ভূঁইয়াদের আবির্ভাব ষোল শতকের মধ্যবর্তীকাল হতে সতের শতকের মধ্যবর্তী সময়ে। এ জমিদারগণ তাদের নিজ নি জমিদারিতে স্বাধীন ছিলেন। তাদের শক্তিশালী সৈন্য ও নৌবহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য এরা মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। ইতিহাসে এ জমিদারগণ বারো ভূঁইয়া’ নামে পরিচিত। “বারো” বলতে সংখ্যায় বোঝানো হয় না বরং এ জমিদারদের সংখ্যা ছিল বারো জনের অধিক।
Talk Doctor Online in Bissoy App