Share with your friends
Call
অনুমান প্রক্রিয়ার কাঠামো দুটি হলো অবরোহ ও আরোহ। অবরোহ অনুমানে আশ্রয়বাক্য থেকে কম বা সমান ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয়। যেমন- সকল বিজ্ঞানী হন গবেষক। নিউটন হন বিজ্ঞানী অতএব, নিউটন হয় গবেষক। অন্যদিকে অবরোহ অনুমানে আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয়। যেমন- সক্রেটিস হন জ্ঞানী প্লেটো হন জ্ঞানী অতএব, সকল দার্শনিক হন জ্ঞানী।
Talk Doctor Online in Bissoy App