Share with your friends
Call
কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে । যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মানুসারে, ‘কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা যাবে না”। এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। যেমন- ‘উট হচ্ছে মরুভূমির জাহাজ’। এখানে ‘উট’ পদের সংজ্ঞায় ‘মরুভূমির জাহাজ’ নামক রূপকের সাহায্য নেওয়া হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
Talk Doctor Online in Bissoy App