Share with your friends
Call
নিচে ফল পচনের লক্ষণগুলো তুলে ধরা হলো- i. ফলের গায়ে কালো বড় দাগ হয় এবং স্বাভাবিক রঙ পরিবর্তন হয়। ii. ফল থেকে দুর্গন্ধ ছড়ায় এবং পচা রস নির্গত হয়। iii. ফলের গায়ে সাদা ও ছাইয়ের মতো ছত্রাকের আবরণ পড়ে। iv. ফলের স্বাভাবিক স্বাদ নষ্ট হয় এবং ওজন বেড়ে যায়।
Talk Doctor Online in Bissoy App