Share with your friends
Call
ল্যাব্রাডর এক ধরনের শীতল স্রোত। সুমেরু মহাসাগর হতে মেরু বায়ুর প্রভাবে একটি স্রোত দক্ষিণ দিকে অগ্রসর হয়ে বাফিন উপসাগরে প্রবেশ করেছে। এ শীতল স্রোতটি সেখান থেকে ড্যাভিস প্রণালির মধ্য দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে উত্তর আমেরিকার ল্যাব্রাডর উপদ্বীপের উত্তর পার্শ্বে পৌছায় এবং শীতল পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সাথে মিলিত হয়। এ মিলিত স্রোতটি ল্যাব্রাডর স্রোত নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। তাই বলা যায়, ল্যাব্রাডর স্রোত এক ধরণের শীতল স্রোত।
Talk Doctor Online in Bissoy App