Share with your friends
Call
যে মানচিত্রে গ্রামের ভূমি জরিপ করে বিভিন্ন ভূসম্পত্তি, কৃষিক্ষেত্র, দালানকোঠা, পুকুর ইত্যাদির সীমানা অঙ্কন করা হয়, তাকে মৌজা মানচিত্র বলে। এ মানচিত্রের মাধ্যমে বিভিন্ন জমির মালিকানা নথিভুক্ত করা হয়। মৌজা মানচিত্র ১৬” = ১ মাইল এবং ২৫” = ১ মাইল; বাংলাদেশের ১৬” = ১ মাইল থেকে ৬৪” = ১ মাইল স্কেলে এবং অন্যান্য দেশে ১ : ২০,০০০ ধরে অঙ্কন করা হয়।
Talk Doctor Online in Bissoy App