Share with your friends
Call
বসতি গড়ে ওঠার ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা অপরিসীম। শুষ্ক জলবায়ু অঞ্চলে এক ধরনের বসতি আবার শীতল জলবায়ু অঞ্চলে অন্য ধরনের বসতি গড়ে উঠতে দেখা যায়। উত্তর কানাডা ও গ্রীনল্যান্ডে শীতকালে এস্কিমোরা ইগলু নামক গম্বুজাকৃতির বরফের ঘরে বাস করে আবার, যখন গ্রীষ্মকাল আসে তখন তারা সীলমাছের চামড়া দিয়ে তাঁবু দ্বারা ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। এভাবে জলবায়ু বসতি স্থাপনে ভূমিকা রাখে।
Talk Doctor Online in Bissoy App