Share with your friends
Call
বাংলাদেশে তিন ধরনের রেলপথ রয়েছে। যথা: (১) মিটারগেজ : রেলের দুটি পাটির মধ্যবর্তী ব্যবধান ১ মিটার। (২) ব্রডগেজ : রেলের দুটি পাটির মধ্যবর্তী ব্যবধান ৫ ফুট ৬ ইঞ্চি। যমুনা নদীর পশ্চিমাংশের জেলাগুলোতে এ রেলপথ চালু রয়েছে। (৩) ডুয়েলগেজ : মিটারগেজ ও ব্রডগেজ একই লাইনে থাকলে তা ডুয়েলগেজ। যমুনা নদীর পূর্ব ও পশ্চিমাংশের মধ্যে যোগাযোগ করার জন্য ডুয়েলগেজ রেলপথ চালু করা হয়েছে।
Talk Doctor Online in Bissoy App