নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়- সঠিক উত্তর Cycas

বর্তমানের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় । Cycas একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল ।Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত । প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল । এদের অনেকেই এখন বিলুপ্ত । এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে । এ বর্গের সাইকাস সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে । এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাডস এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির । এজন্যই Cycas সহ বর্তমানকালের সকল সাইকাডসকে (Cycadales বর্গের সদস্যদেরকে সাধারণভাবে Cycads বলা হয়) জীবন্ত জীবাশ্ম বলা হয় ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম?

উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম নিচের কোনটি?

বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হলো___