নিম্নের কোনটির প্রভাবে ফলের রং হলুদ হয় ?

নিম্নের কোনটির প্রভাবে ফলের রং হলুদ হয় ? সঠিক উত্তর জ্যাস্থোফিল

ক্রোমোপ্লাস্ট (Chromoplast) : রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয় । ক্যারোটিন (কমলা-লাল) এবং জ্যান্থোফিল (হলুদ) পিগমেন্টের জন্যে এরা রঙিন হয় । আকৃতিতেও এরা ভিন্নতর । উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় সে সব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে । যেমন - ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদি । সম্ভবত ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয় ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কোন হরমোনের প্রভাবে?

নিম্নের কোনটির প্রভাবে উদ্ভিদের পাতা ওে ফল ঝরে যায় না ?

নিম্নের কোনটির প্রভাবে রক্ত জমাট বাঁধেনা ?

মানবদেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে ?

কোনটির গন্ধ পাকা ফলের মত ?

ঝাল আচার তৈরিতে ফলের টুকরোয় লবণ মেশানোর সময় কোনটির গুঁড়া মেশানো হয়?

কোনটির অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়?