সার্ক(SAARC) এর প্রথম মহাসচিব যিনি বাংলাদেশ থেকে ছিলেন, তার নাম কি?

সার্ক(SAARC) এর প্রথম মহাসচিব যিনি বাংলাদেশ থেকে ছিলেন, তার নাম কি? সঠিক উত্তর আবুল আহসান

সার্কের (SAARC) প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। তার মেয়াদকাল ছিল ১৬ জানুয়ারি ১৯৮৭ - ১৫ অক্টোবর ১৯৮৯ । দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (SAARC) আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ৮ ডিসেম্বর ১৯৮৫ । প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত ৯ জন ব্যক্তিত্ব সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২ জন বাংলাদেশের নাগরিক । ১১ জানুয়ারি ২০০২ - ২৮ ফেব্রুয়ারি ২০০৫ পর্যন্ত সার্কের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের কিউ এ এম এ রহিম । সার্কের বর্তমান মহাসচিব অর্জুন বাহাদুর থাপা (নেপাল)।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন-

ড. মার্টিন লুথার কিং কোন দেশের অধিবাসী ছিলেন?