সালোকসংশ্লেষণিক কার্যকর বর্ণালি কোনটি ?

সালোকসংশ্লেষণিক কার্যকর বর্ণালি কোনটি ? সঠিক উত্তর

আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে নির্ণয় করা জৈবিক কার্যকারিতার হারের গ্রাফকে কার্যকারী বর্ণালী বলা হয়। অনেক ক্ষেত্রেই সালোকসংশ্লেষের কার্যবর্ণালি, সালোকসংশ্লেষে রঞ্জক দ্বারা শােষিত আলােকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তুলনা করলে দেখা যায় ক্লোরােফিল-a ও ক্লোরােফিল-b দৃশ্যমান আলােকের বেগুনী-নীল ও লাল অংশে অধিক ক্রিয়াশীল। এর থেকে বলা যায়, দুটি রঞ্জক সালােকসংশ্লেষের সর্বাধিক গুরুত্বপূর্ণ রঞ্জক এবং সেজন্য এই দুই ধরনের আলোকে সালোকসংশ্লেষ ভালো হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণিক অঙ্গ-

পারমাণবিক বর্ণালি সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয় ?

UV-VIS বর্ণালি সৃষ্টির জন্য কোনটি দায়ী?

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অধিক কার্যকরী আলোক বর্ণালি কোনটি-

সালোকসংশ্লেষণের সূর্যালোকের যে বর্ণালি বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে-

নিচের কোন কোন ক্ষেত্রে সৃষ্ট বণালি রেখা বর্ণালি?

কার্যকর নির্দেশনা ছাড়া উদ্দেশ্য অর্জন সম্ভব নয়। কার্যকর নির্দেশনার জন্য যৌক্তিক মাধ্যম হলো–