প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল?

প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর গ্রিসে

অলিম্পিক মূলত বিভিন্ন দৌড়বাজীর প্রতিযোগিতা হত। এটি প্রথম গ্রিসে শুরু হয়েছিল। অলিম্পিক গেমসের উদ্ভব সম্পর্কে নানা জনশ্রুতি এবং কিংবদন্তি আছে। তবে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে মনে করা হয় ৭৭৬খৃঃপূঃ - তে গ্রীসের অলিম্পিয়ায় এই খেলার সূচনা হয়। এরপর এই খেলা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হত। এই সময়কালকে অলিম্পিয়াডও বলা হয়। প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে চলার পর ৩৯৪খৃঃ ষষ্ঠ রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস রাষ্ট্রীয় ধর্ম হিসাবে খৃষ্টীয় মতবাদ প্রবর্তন করতে চেয়ে এই খেলা বন্ধ করে দেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোথায় প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছিল?

২০১২ সালে অলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে ?

‘শিশুটি খেলা করে’ এখানে ‘খেলা’' কোন কারকে কোন বিভক্তি?

‘শিশুটি খেলা করে ।’ - এই বাক্যে ‘খেলা’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে হিসাব রাখা শুরু হয় কোথায়?

২০০৫ সনে অলিম্পিক খেলা হবে -

২০১২ সনে অলিম্পিক খেলা হবে-